প্রবচন সংবাদ: তারাবির সময় লন্ডনের মসজিদে গুলি
তারাবির সময় লন্ডনের মসজিদে গুলি
পূর্ব লন্ডনের একটি মসজিদের বাইরে তারাবির নামাজের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে, এতে কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) পূর্ব লন্ডনের ইলফোর্ড এলাকায় সেভেন কিংস মসজিদের বাইরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, এক ব্যক্তি পিস্তল নিয়ে মসজিদে ঢোকার চেষ্টা করলে মুসল্লিরা তাকে সেখান থেকে বের করে দেন। এর কিছুক্ষণ পরই বাইরে থেকে গুলির শব্দ পাওয়া যায়। খবর পেয়ে তাৎক্ষিণকভাবে পুলিশ সেখানে উপস্থিত হয়ে পুরো এলাকা ঘিরে ফেলে। সন্দেহভাজন ওই ব্যক্তি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে, এটি কোন সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বলে নিশ্চিত করেছে লন্ডন পুলিশ। এ ঘটনায় তাৎক্ষিণকভাবে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে নির্বিঘ্নেই তারাবির নামাজ আদায় করেন তারা।
সূত্র: কালের কণ্ঠ