![Download Lagu ] শেরে মিল্লাত মুফতি এ আযম ...](https://i1.wp.com/ytimg.googleusercontent.com/vi/YBuGYJGIjfw/hqdefault.jpg)
নিউজ ডেস্ক: ‘আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ’ নামক সংগঠনের চেয়ারম্যান ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতী ওবাইদুল হক নঈমীকে প্রধান করে একটি নতুন ফতোয়া বোর্ড গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গতকাল (৫ এপ্রিল) মঙ্গলবার আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের দায়িত্বশীলদের ঐক্যমতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার ।
তিনি বলেন, প্রত্যেক বিভাগীয় ও জেলার সুন্নিয়তের আলেমগণের সমন্বয়ে পূর্ণাঙ্গ বোর্ড গঠনের পর সদস্যদের নাম তালিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে।
-সিপি
Post a Comment