হাবীব আনওয়ার: বর্ষীয়ান রাজনীতিক, বুদ্ধিজীবী, স্কলার, দৈনিক সরকার সম্পাদক, নেজামে ইসলাম পার্টির সভাপতি,
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানআল্লামা আব্দুল লতিফ নেজামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় লেখক পরিষদ।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, আল্লামা আব্দুল লতিফ নেজামী একজন সজ্জন রাজনীতিবিদ ছিলেন। সাদামাটা জীবনের অধিকারী তবে সববিষয়ে প্রাজ্ঞ ছিলেন। যে কোন বিষয়ে দূরদর্শী চিন্তার পরিচয় দিতেন। অনেকের থেকে ব্যতিক্রম আল্লামা
নেজামী জীবনভর রাজনীতি করেছেন। আজম্ম আগাগোড়া ছিলেন একজন সফল রাজনীতিক। জাতীয় লেখক পরিষদ প্রতিষ্ঠালগ্নে তিনি আমাদের ছায়া ছিলেন। পরিষদ গঠন ও গঠন পরবর্তী সময়ে সার্বিক সহযোগিতা করেছেন। স্বাধীনতা পরবর্তী এবং পূর্ববর্তী বহু রাজনীতির স্বাক্ষী ছিলেন। আন্দোলন-সংগ্রামে ছিলেন অকুতোভয়। ঠান্ডা মাথায় কথা বলতেন তবে প্রত্যেকটি কথা ছিলো তীরের মতো। তার ইন্তেকালে রাজনীতির ময়দানে যে শূন্যতা সৃষ্টি হলো তা কখনো পূরণ হবার নয়।
আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
Post a Comment