হাবীব আনওয়ার: ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও আদর্শ ছাত্র সংগঠন রাউজান থানার অন্তর্গত পশ্চিম গহিরা ঐকতানের উদ্যোগে গরীব, অসহায়, মধ্যবিত্ত ও কর্মহীনদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
গতকাল ১১ মে সোমবার প্রায় ১৯০ পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়।
উপহার সমগ্রীর তালিকায় ছিল, চাউল৫কেজি, আলু ৫ কেজি, সয়াবিন১ লিটার, পিয়াজ ১কেজি, চিনি ২কেজি, লাচ্চা সেমাই ৫ প্যাকেট, নুডলুস১ প্যাকেট, সাবান ৩টি।
এসময় উপস্থিত ছিলেন ঐকতান সভাপতি রোকন উদ্দীন আহমেদ, সেক্রেটারি জমির উদ্দীনসহ কার্যনির্বাহী পরিষদের দায়িত্বশীলগণ।
Post a Comment