কাল সকাল থেকে নোয়াখালী লকডাউন

নোয়াখালী জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগামীকাল শনিবার সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ–সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ শুক্রবার বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট তন্ময় দাস এ–সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন।
আদেশ অনুসারে, সড়ক ও নৌপথে অন্য জেলা থেকে কেউ এই জেলায় প্রবেশ করতে পারবেন না। একইভাবে এ জেলা থেকেও কেউ বের হতে পারবেন না। একই সঙ্গে জেলার ভেতরে এক উপজেলা থেকে অন্য উপজেলায়ও আসা–যাওয়া করা যাবে না।
তবে জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, পরিচ্ছন্নতাকর্মী, টেলিফোন, ইন্টারনেট সেবায় নিয়োজিত কর্মী ও গাড়ি; চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মী ও যানবাহন, ওষুধশিল্প–সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী, নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্যসামগ্রী, কৃষিপণ্য, সার-কীটনাশক, জ্বালানি ইত্যাদি পণ্য পরিবহনকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ আদেশের আওতামুক্ত থাকবে।
এক প্রশ্নের জবাবে জেলা ম্যাজিস্ট্রেট বলেন, মুদিদোকান ও কাঁচাবাজার আগের মতো দিনের বেলায় সীমিত সময়ের জন্য খোলা রাখা যাবে। এ ক্ষেত্রে ক্রেতা–বিক্রেতাকে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সজাগ থাকতে হবে।