মুফতী সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকালে মাও. জাকারিয়া নোমান ফয়জীর শোক প্রকাশ
ভারত উপমহাদেশের অন্যতম ও প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাদরাসার শাইখুল হাদীস আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন,হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও
বাংলাদেশ মানবাধিকার কমিশন হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা জাকারিয়া নোমান ফয়জী৷
মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বলেন:ভারত উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন
আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. মঙ্গলবার (১২ মে ) অসুস্থ হয়ে তিনি আইসিইউতে ছিলেন। আজ ১৯ মে মোতাবেক ২৫ রমযান মঙ্গলবার সকালে চাশতের সময় তিনি ইন্তিকাল করেন।
তিনি আরো বলেন, ইলমী অঙ্গনে কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপনার জন্য তার বিশেষ প্রসিদ্ধি রয়েছে। তার সামান্য আলোচনায়ও ইলমী বিভা ঝরতে থাকে। তিনি তার শুরু জীবনে ‘ইফাদাতে নানুতবী’ কিতাব রচনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলেও শেষে এসে হিকমাহ তথা দর্শন শাস্ত্রে শাহ ওয়ালী উল্লাহ রহ. এর কালজয়ী কিতাব ‘হুজ্জাতুল্লাহিল বালিগাহ’ এর ব্যাখ্যাগ্রন্থ ‘রহমাতুল্লাহিল ওয়াসিআহ’ আরও অনেক কিতাব লেখেছেন। আমি হযরতের অত্যন্ত গুরুত্বপূর্ণ রেসালা হুরমতে মোছাহেরাত বাংলা অনুবাদ করতে গিয়ে দেখেছি হযরতের অসম্ভব ইলমি গভীরতা, এছাড়া পৃথিবীব্যাপী ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য ছাত্র ও শুভাকাংক্ষী।
তিনি আরো বলেন,আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ইন্তেকালে দেশবাসী একজন নিবেদিতপ্রাণ দ্বীনের খাদেমকে হারাল৷ইতিহাস তাঁর অমর কীর্তি চিরকাল স্মরণ রাখবে।তাঁর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।
এসময় তিনি আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান৷