পাটগ্রামের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেছে ইমাম উলামা পরিষদ রংপুর
প্রবচন ডেস্ক: ৩১ অক্টোবর শনিবার রংপুরের আলেম-উলামা ও ইমাম খতিবদের সংগঠন `ইমাম উলামা পরিষদ রংপুর’ এর কার্যকরী কমিটির এক সভা জুম্মাপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে পরিষদের সভাপতি মাওলানা ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে বিশ্বনবী সা. এর অবমাননার প্রতিবাদে ২৯ অক্টোবর বৃহস্পতিবার রংপুর প্রেসক্লাব চত্বরে ইমাম উলামা পরিষদ রংপুরের ডাকে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি সুষ্ঠুভাবে সফল করায় সর্বস্তরের তৌহিদী জনতা, স্থানীয় প্রশাসন ও সাংবাদিকবৃন্দের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।
সেইসাথে লালমনিরহাট জেলার পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা অনাকাঙ্খিত ও দুঃখজনক বলে জানানো হয়। এই ঘটনায় সুষ্ঠু তদন্তসাপেক্ষে সত্য উন্মোচনের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।